বাংলাদেশে ই-কমার্সের সবচেয়ে বড় নাম হলো দারাজ। বর্তমানে প্রতি মাসে লাখো ক্রেতা দারাজে ভিজিট করে, যা সেলারদের জন্য একটি বিশাল ব্যবসায়িক সুযোগ তৈরি করে।
আপনি দারাজে সেলার হিসেবে, সার্ভিস প্রোভাইডার হিসেবে বা এফিলিয়েট মার্কেটার হিসেবে প্যাসিভ ইনকাম করতে পারেন। আজকের এই ব্লগে আমরা আলোচনা করবো সেলার হিসেবে কিভাবে আপনি সহজে ইনকাম করতে পারেন পড়াশোনা বা জবের পাশাপাশি।

দারাজে সেলার হিসেবে যোগ দেওয়ার সুবিধা:
- বড় গ্রাহক বেস: প্রতি মাসে ৪ কোটির বেশি ভিজিটর।
- সহজ রেজিস্ট্রেশন: কয়েকটি ডকুমেন্ট (NID & Bank Details) দিয়েই সেলার একাউন্ট খোলা যায়।
- লজিস্টিক সাপোর্ট: দারাজ এক্সপ্রেস (DEX) সারা দেশে পণ্য ডেলিভারি করে।
- মার্কেটিং সুবিধা: ক্যাম্পেইন, ডিসকাউন্ট ও বিজ্ঞাপন সুবিধা পাওয়া যায়।
- ফাইন্যান্স ও নিরাপত্তা: অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে স্বচ্ছ লেনদেন নিশ্চিত হয়।
২০২৫ সালে দারাজ আরও উন্নত AI-ভিত্তিক বিক্রয় বিশ্লেষণ, লাইভ কমার্স ও ফাস্ট ডেলিভারি সাপোর্ট চালু করেছে। তাই ছোট বা বড় যেকোনো ব্যবসা দারাজে জয়েন করে দ্রুত গ্রাহক বাড়াতে এবং বিক্রি বৃদ্ধি করতে পারে।
কিভাবে একাউন্ট খুলবেন এটি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তবে সেলার হিসেবে আপনাকে প্রথমে প্রোডাক্ট সোর্স করতে হবে। এক্ষেত্রে আপনি প্রথম দিকে আপনার আশেপাশে দারাজ হাব কোথায় আছে সেটি খোজ করবেন, তারপর সেই হাবের আশেপাশে বড় পাইকারী মার্কেট কোনটা আছে সেখানে গিয়ে দোকানদার এর সাথে কথা বলে ঠিক করবেন কোন প্রোডাক্ট এর প্রাইস কেমন। প্রোডাক্ট সোর্স করা হলে আপনি আপনার প্যানেলে সেই প্রোডাক্ট টি আপলোড করবেন। অর্ডার আসলে সেই মার্কেট থেকে কিনে হাবে ড্রপ করবেন। এতে আপনার বেশি ইনভেস্টমেন্ট লাগবে না ,২-৩ হাজার টাকায় শুরু করতে পারবেন, আবার এই টাকাটা ৭ দিনের মধ্যেই ঘুরে আপনার ব্যাংক একাউন্ট এ চলে আসবে।
👉 তাই আজই দারাজে সেলার হিসেবে জয়েন করুন এবং ব্যবসাকে দিন ডিজিটাল গতিশীলতা।