আমার নাম বেলায়েত হোসেন হৃদয়। আমি জন্মগ্রহণ করেছি ১৯ ডিসেম্বর ২০০১ সালে, পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশে। ছোটবেলা থেকেই প্রযুক্তি নিয়ে কৌতূহল ছিল এবং মনে হতো এটি মানুষের জীবন বদলে দিতে পারে।
পার্বতীপুরেই আমার শৈশব ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। পড়াশোনায় মনোযোগী হওয়ার কারণে আমি এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জন করি। পরে ঢাকায় চলে আসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করি। সেখানে আমি স্নাতক ডিগ্রি সম্পন্ন করি সিজিপিএ ৩.৪৪ নিয়ে।
শিক্ষাজীবনের পাশাপাশি আমি ডিজিটাল জগত অন্বেষণ করতে শুরু করি। আমার পেশাগত জীবন শুরু হয় সুজীব ওয়েবএক্সে (২০২১–২০২২) জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে, যেখানে আমি ওয়ার্ডপ্রেস ও এলিমেন্টর ব্যবহার করে ২০টিরও বেশি আন্তর্জাতিক ওয়েবসাইট তৈরি করি। এই অভিজ্ঞতা আমাকে আরও আত্মবিশ্বাসী করে এবং ই-কমার্স ও কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্টে এগিয়ে যেতে সাহায্য করে।
২০২৩ সালে আমি যোগ দিই বিডিশপ ডটকমে কাস্টমার এক্সপেরিয়েন্স এক্সিকিউটিভ হিসেবে। সেখানে আমি অর্ডার ম্যানেজমেন্ট, সেলস রিপোর্ট তৈরি, এসইও-ভিত্তিক প্রোডাক্ট বিবরণ লেখা এবং কাস্টমার সন্তুষ্টি উন্নত করার কাজে যুক্ত ছিলাম। ২০২৪ সালে আমি ফাস্টট্র্যাক বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ও ই-কমার্স প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ শুরু করি। সেখানে আমি fastrackbd.com চালু করি, ১,০০০ এরও বেশি অর্ডার ম্যানেজ করি এবং ৪০০+ প্রোডাক্ট নিয়ে কাজ করি।
চাকরির বাইরে আমি ইউজার এক্সপেরিয়েন্স, ব্র্যান্ডিং এবং ডিজিটাল কনটেন্ট তৈরি নিয়ে কাজ করতে পছন্দ করি। আমার কিছু কাজ Dribbble এবং YouTube-এ শেয়ার করা আছে।
আমি বিশ্বাস করি অবিরাম শেখা, অভিযোজন ক্ষমতা ও টিমওয়ার্ক একজন মানুষকে সফল করে তোলে। আমার যাত্রা প্রমাণ করে, এক ছোট শহরের তরুণও বাংলাদেশে ডিজিটাল ও ই-কমার্স খাতে সৃজনশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে বড় হতে পারে।